চতুর্থবারের মতো গ্র্যামি জিতলেন শাকিরা
Nasir Uddin | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:১৫
গান দিয়ে দুনিয়া মাতান পপ তারকা শাকিরা। তার কণ্ঠের মাধুর্য ও কোমরের দুলুনিতে বিশ্ব বুঁদ। ভক্তদের ভালোবাসার পাশাপাশি ঝুলিতে আছে অসংখ্য পুরস্কার ও সম্মাননা। সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ গ্র্যামি রয়েছে তিনটি। এবারের আসরে আরও একটি যোগ হলো। এর মাধ্যমে চতুর্থবারের মতো গ্র্যামি জিতলেন গায়িকা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব সঙ্গীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামির ৬৭তম আসর। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে শুরু হয় অনুষ্ঠান। বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হয় আয়োজনটির মধ্য দিয়ে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এদিকে দুনিয়া কাঁপানো জনপ্রিয় পপ গায়িকা শাকিরাও চতুর্থবারের মতো গ্র্যামি জয় করেছেন।
নিজের জন্মদিনেই গায়িকার মুকুটে যুক্ত হলো নতুন পালক। আর এর সঙ্গেই একটি বড় সিদ্ধান্ত নিলেন তিনি। জানালেন, তার এই পুরস্কারটি উৎসর্গ করছেন অভিবাসী ভাইবোনদের জন্য।
এদিন শাকিরার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন তারকা জেনিফার লোপেজ। পুরস্কার হাতে নিয়ে আবেগী হয়ে পড়েন এ গায়িকা। এরপর বক্তব্যের শুরুতে আমেরিকার ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে বলেন তিনি। এরপর তার পাওয়া পুরস্কার 'অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করেন।
অভিবাসী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি। এ সময় বিশ্বের প্রতিটি কর্মজীবী নারীর পরিশ্রমকেও কুর্নিশ করি আমি।’ তার এই অর্জনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লাস্যময়ী এ গায়িকা। পুরস্কার নেওয়ার পর মঞ্চে পারফর্মও করেন তিনি।
বিষয়: পপ তারকা শাকিরা পপ তারকা শাকিরা গ্র্যামি গ্র্যামি জিতলেন শাকিরা সঙ্গীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।