অভিযোগের তীর পরিবারের দিকে
পপিকে খুন করতে খুনি ভাড়া করা হয়েছিল, চাঞ্চল্যকর তথ্য!
রাজীব রায়হান | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:৩৬
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। অনেক দিন ধরেই আড়ালে রয়েছেন ঢালিউডের এ লাস্যময়ী। প্রথম দিকে পপির এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর।
সম্প্রতি জমি সংক্রান্ত বিবাদে চর্চার আসেন তিনি। জানা যায়, পারিবারিক কারণে নিজেকে গৃহবন্দি করেছিলেন চিত্রনায়িকা। অভিযোগ করা হয় বাবার জমি একাই ভোগ করতে চান পপি— এমন অভিযোগে থানায় জিডি করেছে পপির পরিবার।
২০১৯ সালের কথা। হঠাৎ করেই আড়াল হয়ে যান অভিনেত্রী সাদিকা পারভীন পপি। দীর্ঘ ছয় বছর পর প্রকাশ্যে এলো স্বামী আদনান উদ্দীন কামাল ও সন্তান আয়াতের সঙ্গে তাঁর ছবি। বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী পপি। শোবিজে কারো সঙ্গে নেই তার কোনো যোগাযোগ।
এরইমধ্যে তার মা অভিযোগ তুলেছেন, পপি পারিবারিক জমি দখলের চেষ্টা করছেন। গত ৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়। নানা ইস্যুতে পপি এত দিন চুপ থাকলেও এবার অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন।
সাংবাদিকদের এক বার্তায় তিনি বলেন, আমার কষ্টার্জিত টাকা দিয়ে চাচা ও বাবার কাছ থেকে ছয় কাঠা জমি কিনেছিলাম। কিন্তু এদের অত্যাচারের জন্য এখন পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি। আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি যে ওই জমি নেব, আমার লাগবে! আমার উপার্জনে সারা জীবন চলেছে পুরো পরিবার। এমনকি ১৯৯৫ সাল থেকে আমিই চালাচ্ছি পরিবার। অথচ তারাই এখন আমার সম্মান নষ্ট করছে।
জমি দখলের চেষ্টার অভিযোগে পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
কান্নাজনিত কণ্ঠে পপি বলেন, আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো মিথ্যা ও বানোয়াট। তারা সত্য একটি বিষয়কে অসত্য বলে প্রমাণ করা চেষ্টা করছে। আমি একজন শিল্পী, আমি তো ভূমিদস্যু নই। আজ যাদের আমি দুই হাতে নিজের সন্তানের মত মানুষ করেছি, নিজের জীবনের সুন্দর সময় আমি তাদের জন্য ব্যয় করেছি। নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েছি শুধু আমার ভাইবোনদের মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি বরং হিংস্র প্রাণীর চেয়ে বেশি কিছু হয়েছে।
পপি তার ওপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার আপন ভাই-বোন আমাকে একের পর এক নির্যাতন করেছে। তারা আমাকে শারীরিক নির্যাতন করতেও বাদ দেয়নি। আমার টাকা চুরি করে আমাকেই মারার পরিকল্পনা করেছিল তারা। এমনকি আমাকে খুন করে ফেলার জন্য খুনিকে টাকা দিয়েছে।
পপি আরও বলেন, আমার ভাই-বোনদের লাঞ্ছিত হয়েছি বহুবার। আমি যে এতো বছর উপার্জন করেছি। তারা আমার সঙ্গেবেইমানি করেছে। আমার সব আয় করা অর্থ তারা নিয়ে নিয়েছে। আমার টাকায় কেনা সম্পত্তি কোনোটাই আমার নামে ছিল না। সব ছিল আমার ভাইবোনের নামে।
নিজের জীবনের কঠিন সময় নিয়ে বলতে গিয়ে পপি বলেন, আমার সব কিছু আমার ভাই-বোনদের নিয়ন্ত্রণে ছিল। তারা আমাকেও নিয়ন্ত্রণ করেছে। আমার নিজের বলতে কেবল নিজের জান অবশিষ্ট ছিল। একটা পর্যায়ে যখন আমি জানতে পারলাম আমার পরিবার আমার সঙ্গে বেইমানি করেছে তখন আমি চুপ ছিলাম।
এদিকে পপির খবর প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন চিত্রনায়ক ওমর সানী। শুভকামনা জানিয়ে ফেসবুকে সানী লিখেছেন, তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অবধি, আল্লাহ তোকে ভালো রাখুক। আর যে কোনো সমস্যা ঠান্ডা মাথায় মোকাবেলা করিস।
বিষয়: পপি খুন খুনি ভাড়া চাঞ্চল্যকর তথ্য
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।