ভ‍্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরীমণি

Nasir Uddin | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৪২

ছবি: সংগৃহীত

আবারও খবরের শিরোনামে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করে জামিন পান তিনি। তার জামিনদার হয়েছেন তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী। এর পর থেকেই অন্তর্জালে ছড়িয়ে পড়েছে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন।

এদিকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী জানান, রাত ১০টায় নিজের ভ‍্যালেন্টাইনের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেবেন। অবশেষে কথা রেখেছেন তিনি।

রাতে ঘড়ির কাঁটা যখন ঠিক ১০টার ঘরে, তার মিনিট কয়েকের মধ্যেই লাইভে এলেন পরীমনি। শুরুতেই অবশ্য তার দেখা মেলেনি; বরং ঘরজুড়ে ছড়িয়ে থাকা অজস্র গোলাপের পাপড়ি, রঙিন বেলুন এবং সেসবের ফাঁকে ফাঁকে প্রদীপের আলো জ্বলা নজর কাড়ে ভক্তদের। ব্যাকগ্রাউন্ডে বেজে চলা ফুয়াদ-শান্তর ‘তোমাকে ভেবে লেখা’ গানটির ঘোরও তখন তাদের পেয়ে বসেছে। সেই ঘোর নিয়ে খানিক পর সেজেগুজে হাজির পরী।

হাসিখুশি মনে নায়িকা বলেন, ‘সবাইকে বলেছিলাম আজকে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সমস্ত ভালোবাসা দিয়ে, আপনাদের সামনে আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি এই মুহূর্তেই।’

সেই ভ্যালেন্টাইন অবশ্য কোনো ব্যক্তি নন। তারা সেই ভ্যালেন্টাইন একটি অনলাইন কেনাকাটার শপ! যেখানে মূলত, বাচ্চা ও মায়েদের পোশাক পাওয়া যায়।

প্রসঙ্গত, সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো রূপালি পর্দা জুটি বাধছে এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top