শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ভেঙে গেল হৃদয় খানের তৃতীয় সংসারও

Nasir Uddin | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৪৮

ফাইল ছবি

সংগীতশিল্পী হৃদয় খান। গানের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনা থাকেন তিনি। বিশেষ করে বারবার বিয়ে ও বিচ্ছেদের কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। এবার দাম্পত্য জীবনে আবারও ছন্দপতন হয়েছে এই গায়কের। তৃতীয়বারের মতো ভেঙেছে তার সংসার।

জানা যায়, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়েছে। হুমায়রাই ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তবে হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন রেখেছে।

এ বিষয়ে হৃদয় খানের বাবা সংগীত পরিচালক রিপন খান গণমাধ্যমকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। কোনও তথ্যও নেই আমার কাছে। আর হৃদয়ের সঙ্গে এ ব্যাপারে কথাও হয়নি।’

অন্যদিকে সংসার ভাঙার বিষয়ে হৃদয় খান গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি খুব সেনসিটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনও কথা বলতে চাই না।’

হৃদয় খানের প্রথম স্ত্রীর নাম পূর্ণিমা আকতার। যাকে তিনি মিডিয়াতে পা দেওয়ার পরপরই বিয়ে করেন। এরপর তিনি প্রেমের সম্পর্কে জড়ান মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের সঙ্গে। তাকে ২০১৫ সালের ১ আগস্ট বিয়ে করেন। বছর পার না হতেই ২০১৬ সালের ৬ এপ্রিল বিচ্ছেদ হয়ে যায় তাদের।

সুজানার সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। এবার জানা গেল, হৃদয় ও হুমায়রার সংসারও ভেঙে গেছে। হৃদয় খানের এক পারিবারিক সূত্র থেকে জানায় এই শিল্পীর আচরণ ও জীবনযাপন নিয়ে অসুন্তষ্টির অভিযোগ তুলে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা নিজেই।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top