বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

কোন শর্তে বিয়ে করতে চান সুস্মিতা সেন, জানালেন তালিকা

রাজীব রায়হান | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:৪০

ছবি: সংগৃহীত

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির চূড়ায় ছিলেন তিনি। সেই খ্যাতির ছটা শুধু তার নিজের দেশেই সীমাবদ্ধ নয়, সীমানা পেরিয়ে তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী। সুস্মিতার ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্য। তার প্রেম নিয়ে চর্চার শেষ নেই। তবু কোনও দিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন অভিনেত্রী।

কখনও রণদীপ হুডা, কখনও মুম্বাইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনও পরিচালক বিক্রম ভট্ট, আবার কখনও ললিত মোদী, বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তার।

বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই, এখনো অবিবাহিত সুস্মিতা সেন। দুই সন্তানকে দত্তক নিয়েছেন। ‘সিঙ্গেল মাদার’-এর ভূমিকায় অতুলনীয়। বলিউডের গ্ল্যাম ডিভা সুস্মিতা রূপে-গুণে অনন্যা। তবু কেন অবিবাহিত? বারবার এই প্রশ্নবাণে বিদ্ধ হন।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনেও সেই একই প্রশ্নের মুখোমুখি সুস্মিতা সেন। এ সময় স্টারডমকে দূরে রেখে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অভিনেত্রী। গুছিয়ে সব প্রশ্নের উত্তর দেন।

উত্তরে সুস্মিতা বলেন, ‘আমিও বিয়ে করতে চাই। তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন। বিয়ে তো বললেই হয়ে যায় না। দুটো মনের মিলনের জন্য তো রোমান্টিক হওয়া দরকার, যাতে আমার মনের কথা তার হৃদয় শুনতে পায়। যেদিন এটা সম্ভব হবে সেদিনই বিয়ে করে নেব।’

জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সুস্মিতা। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রীকে তাঁর নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করার অনুরোধ করেন এক অনুরাগী। কোনো আপত্তি ছাড়াই এই প্রাক্তন বিশ্বসুন্দরী তাঁর মনের কথা শেয়ার করেন। সুস্মিতার কথা থেকে একটা বিষয় স্পষ্ট, বিয়ের শখ ষোলো আনা, শুধু সঠিক পাত্রের অভাব!

এরইমধ্যে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ললিত মোদী থেকে রহমান শলের সঙ্গে। ২০২১ সালে প্রেমিক রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা। এর পরের বছর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে ললিত মোদীর সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্ত। ওই বছরই ললিত মোদী সুস্মিতাকে ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করেছিলেন। কিন্তু পরে চিড় ধরে তাঁদের সম্পর্কে। সূত্র: হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top