হলিউডের সবচেয়ে জমকালো অস্কার সম্মাননার রাতকে সামনে রেখে উষ্ণতা ছড়িয়ে পড়ছে শো-বিজ জগতে। জল্পনা-কল্পনা, গল্পে ও সংবাদ প্রতিবেদনে উত্তেজনা। মার্চের ২ তারিখে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৭তম অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠান। এবছর সেরা অভিনেত্রীর খেতাব কে পাবেন- সেটি নিয়ে চলছে তুমুল বাক্-বিতণ্ডা ও প্রতিযোগিতা।
এর আগে গত মঙ্গলবার রাতে লস অ্যাঞ্জেলেসের একাডেমি মিউজিয়াম অব মোশন পিকচারে অস্কার মনোনীত শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ নৈশভোজের। এ আয়োজনে হাজির হয়েছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্দে। গত বছর মিউজিক্যাল সিনেমা ‘উইকেড’-এর কল্যাণে অস্কারে মনোনয়ন পেয়েছেন তিনি।
‘দ্য সাবস্ট্যান্স’ দিয়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ডেমি মুর। তিনিও ছিলেন বিশেষ নৈশভোজে। তরুণ বব ডিলানের গল্প নিয়ে জেমস ম্যানডোল্ডের ‘আ কমপ্লিট আননোন’-এ অভিনয় করে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন টিমোথি শ্যালামে। উপস্থিত হয়েছিলেন তিনিও। জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’-এ অভিনয় করে মনোনয়ন পেয়েছেন জোয়ি সালডানা। ‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় সংগীতশিল্পী জোয়ান বায়েজের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রিয়পাত্রী বনে গেছেন তরুণ অভিনেত্রী মনিকা বারবারো।
বিশেষ নৈশভোজে হাজির ছিলেন সেবাস্তিয়ান স্ট্যান। গত বছর ডোনাল্ড ট্রাম্পের জীবনের গল্প নিয়ে নির্মিত ‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমায় নজর কেড়েছেন তিনি। গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ব্রাজিলের অভিনেত্রী ফারনান্দো তোরেস, অস্কারেও মনোনয়ন পেয়েছেন তিনি। ‘আনোরা’ দিয়ে সমালোচকদের প্রিয়পাত্রী বনে গেছেন তরুণ অভিনেত্রী মাইকি ম্যাডিসন, পেয়েছেন সেরা অভিনেত্রীর মনোনয়ন। তিনিও ছিলেন আয়োজনে। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমা দিয়ে গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি।
এবার হয়তো দ্বিতীয়বার অস্কার পুরস্কার উঠতে পারে তার হাতে। ‘আনোরা’ নির্মাতা শন বেকার। কে জানে, সেরা নির্মাতার পুরস্কার উঠতে পারে তার হাতেও। গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘দ্য সাবস্ট্যান্স’। বডি হরর সিনেমাটির জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন ফরাসি নির্মাতা কোরালি ফারগেট। তিনিও হাজির ছিলেন বিশেষ ডিনারে। এএফপি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।