বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

যে তিনটি কারণে শাকিব খানকে সম্মান করেন অপু বিশ্বাস

রাজীব রায়হান | প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১১:৪৮

ছবি: সংগৃহীত

একসময় শাকিব-অপু মানেই সুপার হিট সিনেমা। অসংখ্য সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। ভালোবেসে ঘরও বেঁধেছিলেন। তবে ডিভোর্সের পরেও আজও শাকিব খানকে ভালোবাসেন তার প্রাক্তন ঘরনী। তার প্রমাণ মিলেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন অপু। জানান, শাকিব খানের প্রতি তার সম্মানের জায়গাটা কতটা ওপরে।  অপু জানান, ৩টি বিষয়ের কারণে শাকিব তার কাছে অতি সম্মানের। প্রথমত, সহশিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরুতে শাকিবকে পেয়েছেন অপু। তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। তাকে ছাড়া আজকের অপু বিশ্বাস হওয়াটা সম্ভব ছিল না।

দ্বিতীয় কারণ হিসেবে অপু জানান, শাকিব তার স্বামী সেই জায়গা থেকে অনেক সম্মান প্রাপ্য তার জন্য। এই সম্মান সারাজীবনই রয়েছে এবং থাকবে বললেন অভিনেত্রী।

সবশেষ কারণ, শাকিব আমার সন্তানের বাবা। একজন বাবা হিসেবে তার জায়গাটা অনেক ওপরে। বিশেষ এই তিন কারণের জন্যই সে আমার কাছে অনেক সম্মানের জায়গা দখল করে রয়েছে।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। বর্তমানে ছেলে আব্রাম খানকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। তবে ছেলের আবদারগুলো পূরণ করেন দুজনে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top