দোয়া চাইলেন বুবলী, অপু বললেন ‘আদিখ্যেতা’, অত:পর যা হলো
রাজীব রায়হান | প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১২:২৫

দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষকদের বিরুদ্ধে গড়ে উঠেছে দুর্বার আন্দোলন। মাগুরায় আট বছরের শিশুর সঙ্গে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ও মর্মান্তিক ঘটনা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এমন আবহে শোবিজ জগতের তারকারাও সামাজিক মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
দেশের কঠিনতম সময়ে অভিনেত্রী শবনম বুবলীর একটি পোস্টকে কেন্দ্র করে আরেকটি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। এমনটাই ধারণা করছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতে ঢাকাই ছবির আরেক নায়িকা বুবলীকে খোঁচা দিয়েছেন তিনি।
কারণ হিসেবে নেটিজেনরা জানিয়েছেন, শবনম বুবলী ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, শাকিব-বুবলীর ছেলে শেহজাদ পেনসিল দিয়ে খাতায় মা-বাবার নাম লিখছে।
ক্যাপশনে বুবলী লেখেন, বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য। ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করছেন।
বুবলীর এমন পোস্টের কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দেন, যাতে লেখা ছিল, এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে। অপু বিশ্বাসের এমন পোস্টে বক্তব্য তার ভক্তদের কেউ কেউ সমর্থন করে মন্তব্য করেছেন। অনেকে এটিকে ইঙ্গিতপূর্ণ বলছেন।
নেটিজেনদের ভাষ্য, অপু বিশ্বাস তার দেওয়া ফেসবুক পোস্টে দুজন মায়ের কথা বলেছেন। একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা (বুবলী)। ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে, এ নিয়ে প্রতিবাদে সোচ্চার সারা দেশ। আর এই পরিস্থিতিতে বুবলী তার ছেলের ভিডিও পোস্ট করেছেন- এটিকে অপু বিশ্বাস আদিখ্যেতা বলেছেন।
এই মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভেসে বেড়াচ্ছে শিশুটির অচেতন ছবি। আর্তনাদে কাটাচ্ছেন সেই শিশুটির মা-ও। কিন্তু বিনোদন অঙ্গনের মায়েদের কাছে সেই আবহ কতটা পৌঁছেছে, তা প্রশ্ন রেখেছে!
বিষয়: বুবলী অপু আদিখ্যেতা শবনম বুবলী অপু বিশ্বাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।