মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার শচীন জোশি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ২১:৩৪

অভিনেতা শচীন জোশি

মানি লন্ডারিং মামলায় ভারতীয় অভিনেতা ও ব্যবসায়ী শচীন জোশিকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম এই তথ্য প্রকাশ করা হয়েছে।

জানা যায়, রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে এই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওমকার গ্রুপের মানি লন্ডারিং মামলায় সঙ্গে তিনি জড়িত। ইডি’র অভিযোগ ইয়েস ব্যাংক থেকে ৪১০ কোটি রুপি লোন নেয় ওমকার গ্রুপ। কিন্তু তা আত্মসাৎ করে।

সম্প্রতি আয়কর বিভাগ শচীন জোশির বাড়িতে তল্লাশি চালায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। ইডি’র একজন কর্মকর্তা জানিয়েছেন তাকে স্থানীয় আদালতে পেশ করা হবে। এই ঘটনায় এর আগে ওমকার গ্রুপের চেয়ারম্যান কমল গুপ্তা ও ব্যবস্থাপনা পরিচালক বাবু লাল ভার্মাকে মানি লন্ডানিং আইন, ২০০২-এর আওতায় গ্রেপ্তার করা হয়।

পারিবারিক ব্যবসায় সাফল্যের পর একটি তেলেগু সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন শচীন জোশি।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top