• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


দুই দিনে আয় ১৪ কোটি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৪৬

 ছবিতে ধ্রুব-রশ্মিকা

মুক্তির দিনে ভালো শুরুর পর কন্নড় ভাষার সিনেমা ‘পোগারু’ এখন বসের মতো বক্স অফিস শাসন করছে! ধ্রুব সরজা অভিনীত এ সিনেমা মুক্তি পায় ১৯ ফেব্রুয়ারি আর এ দিন বিশ্বব্যাপী বক্স অফিসে সংগ্রহ করে ১০.০৫ কোটি রুপি। কন্নড় সিনেমার ইতিহাসে এটি মুক্তির দিনের আয়ে চতুর্থ সর্বোচ্চ।

অ্যাকশন-এন্টারটেইনার ‘পোগারু’ মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে সংগ্রহ করেছে সাড়ে চার কোটি রুপি। সেই হিসাবে দুই দিনে এ সিনেমার সংগ্রহ দাঁড়িয়েছে ১৪ কোটি ৫৫ লাখ রুপি। দর্শকের প্রশংসায় ভাসছে এ সিনেমা আর তার প্রভাব পড়েছে বক্স অফিসে। কর্ণাটক ছাড়াও ‘পোগারু’ অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছে। সিনেমাটি একই শিরোনামে তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে আর তামিল ভাষায় মুক্তি পেয়েছে ‘সেমমা থিমিরু’ নামে।নন্দ কিশোর পরিচালিত এ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানা। শ্রী জগৎগুরু মুভিসের ব্যানারে ‘পোগারু’ প্রযোজনা করেছেন বি কে গঙ্গাধর। এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ‘বিগ বস কন্নড়’-এর পঞ্চম মৌসুমজয়ী চন্দন শেঠি।

‘পোগারু’ সিনেমায় ধ্রুব-রশ্মিকা ছাড়াও অভিনয় করেছেন ধনঞ্জয়, রাঘবেন্দ্র রাজকুমার, পি রবি শঙ্কর, কাই গ্রিনি, সাধু কোকিলা, কুট্টি প্রতাপ, মৃণালিনী রবি, ময়ূরী কিয়াতারি ও মর্গান অস্তে।

এন এফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top