প্রকাশিত হবে মিথিলার
'আইরা ও মায়ের অভিযান'
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২১, ২২:৫৪
দুই বাংলার আলোচিত সমালোচিত দর্শকপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকারও তিনি। এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
২০১৯ সালে মিথিলা জানিয়েছিলেন, লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। এবার জানালেন বইটি লেখার কাজ শেষ করেছেন। বইটির নাম রেখেছেন ‘আইরা ও মায়ের অভিযান’। আগামী বইমেলায় প্রকাশিত হবে এটি।
বইটি ঘিরে মিথিলার অনেক দিনের স্বপ্ন। মিথিলা বলেন—এটা আমার অনেক দিনের স্বপ্ন। আমার আর আইরার তো অনেক মজার মজার অভিজ্ঞতা। মনে হতো সেটা যদি অন্য বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। যাতে তারাও একই জার্নির ভেতর দিয়ে যেতে পারে। বইটা কথা বলার মতো করেই লিখেছি। গল্পে আমি আর আইরা দুটি চরিত্র।
শিক্ষকতার পাশাপাশি ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন মিথিলা। তাই শিশুদের সঙ্গে অনেকটা সময় ব্যয় করেন তিনি। এসব অভিজ্ঞতা বইটিতে উঠে এসেছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।