বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

এবার করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১৯:৪৯

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার (১৫ মার্চ) এক টুইটে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

টুইটে ঋতুপর্ণা লিখেন—আমার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে ভালো আছি। এখন সিঙ্গাপুরে একটি রিকভারি সেন্টারে কোয়ারেন্টাইনে রয়েছি। এখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সমস্ত নিয়ম মেনে চলছি।

এরপর আরেক টুইটে ঋতুপর্ণা তার পরিবারের অন্য সদস্যদের শারীরিক অবস্থার কথা জানান। এতে তিনি লিখেন—আপনাদের শান্ত ও নিরাপদে থাকার অনুরোধ করছি। আমার পরিবার ও স্টাফরা ভালো আছে। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য ধন্যবাদ।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top