হিন্দির চেয়ে বেশি জনপ্রিয় হল তামিলই
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ১৯:৫১
প্রথম ঝলকেই টুইটারে ট্রেন্ডিং ‘থালাইভি’, হিন্দিকে ছাপিয়ে গেল তামিল। নেটমাধ্যমে জ্বলজ্বল করছে, হ্যাশট্যাগ ‘থালাইভি ট্রেলার’। ‘অম্মা’ জয়ললিতার ভূমিকায় দেখা গেল কঙ্গনা রানাউতকে। তামিল ও হিন্দি, দুই ভাষাতেই মুক্তি পেয়েছে সেই ভিডিয়ো। হিন্দির চেয়ে বেশি জনপ্রিয় হল তামিল সংস্করণই।
দু’টি ভাষার ভিডিয়ো এক রকম নয়। সম্পাদনায় রয়েছে পার্থক্য। হিন্দি ট্রেলারটি কঙ্গনা সর্বস্ব। তামিল সংস্করণে গুরুত্ব পেয়েছে অরবিন্দ স্বামীর ভূমিকাও। অভিনেতা এম জি রামচন্দ্রণের ভূমিকায় অভিনয় করছেন অরবিন্দ স্বামী। এমজিআর ও জয়ললিতার সম্পর্কের সমীকরণের আধিক্য রয়েছে তামিল ট্রেলারে। নিজেদের মাটির গল্প, নিজেদের জননেত্রীর জীবনযুদ্ধ বলেই কি তামিল ভিডিয়োটি বেশি জনপ্রিয়তা পেল? তা নিয়েও চর্চা চলছে নেটমাধ্যমে।
হিন্দি হোক বা তামিল, জয়ললিতার জীবন কাহিনি দেখে উত্তেজিত নেটাগরিকেরা। কেবল তা-ই নয়, একই ছবিতে কঙ্গনার নানা চেহারা দেখে মুগ্ধ তাঁরা। বহু দিন ধরেই আলোচালর কেন্দ্রে ছিল এই ছবিতে কঙ্গনার চেহারা। ওজন বাড়ানোর পরে তাঁর লুক, ওজন কমানোর পরের চেহারা— বহু মানুষের শরীরচর্চার অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন তিনি। ট্রেলার দেখার পরে সেই আলোচনা আবার ফিরে এল নেটমাধ্যমে।
এন এফ/৭১/ফামি/২০২১
বিষয়: জয়ললিতা কঙ্গনা রানাউত থালাইভি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।