করোনা পজিটিভ দঙ্গলকন্যার
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ২০:০১
সুপারস্টার আমির খানের ব্লকবাস্টার ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করা ফাতিমা সানা শেখের কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি এখন নিভৃতবাসে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন ফাতিমা সানা শেখ। সোমবার ২৯ বছর বয়সী এ অভিনেত্রী জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছেন এবং নিরাপত্তাবিধি মেনে চলছেন। সেইসঙ্গে জানান, এখন নিভৃতবাসে রয়েছেন।২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত নীতেশ তিওয়ারির ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান ফাতিমা। তাঁকে ‘দঙ্গলকন্যা’ অভিহিত করা হয়। এ সিনেমায় আরও ছিলেন সানিয়া মালহোত্রা। চলচ্চিত্র অঙ্গনে প্রবেশের আগে টেলিভিশন শো ‘লেডিস স্পেশাল’ ও ‘আগলে জনম মোহে বিতিয়া হি কিজো’-তে অভিনয় করেছেন।
অমিতাভ বচ্চন, আমির খান ও ক্যাটারিনা কাইফ অভিনীত ‘থাগস অব হিন্দোস্তান’ সিনেমায়ও দেখা মেলে ফাতিমার। সম্প্রতি এ চিত্রনায়িকা অনুরাগ বসুর ‘লুডো’ সিনেমায় অভিনয় করেছেন, যেটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। এ ছাড়া তাঁকে ‘সুরজ পে মঙ্গল ভারি’, নেটফ্লিক্সের ‘আজিব দস্তান’-এ দেখা যাবে।
এনএফ৭১/ফামি/২০২১
বিষয়: ‘দঙ্গল ফাতিমা সানা শেখ কোভিড-১৯
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।