নির্দেশনা না থাকায় চালু রয়েছে সিনেমা হল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১, ২৩:৩৬
করোনা সংক্রমণ বাড়ায় দেশজুড়ে চলছে লকডাউন। দেশের অনেক বিনোদনকেন্দ্রেই করা হয়েছে বন্ধ। তবে সুনির্দিষ্ট কোনও নির্দেশনা না থাকায় সাধারণ প্রেক্ষাগৃহগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
সোমবার (০৫ এপ্রিল) থেকে একসপ্তাহের লকডাউন চলছে। আজকেই দেশের সর্বাধুনিক প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স তাদের সব শাখা বন্ধের ঘোষণা দিয়েছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে হল মালিক ও প্রদর্শক সমিতির সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, ‘এবারের লকডাউনে সরকার বা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিনেমাহল নিয়ে কোনও সুনির্দির্ষ্ট নির্দেশনা দেয়নি। তাই আমরা আগের স্বাস্থ্যবিধি মেনে হল পরিচালনা করছি। আমার কাছে অনেকই (হল মালিক) বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন। আমি বলেছি, আপনারা চাইলে হল খোলা বা বন্ধ রাখতে পারেন। এতে সমিতির কোনও আপত্তি বা নির্দেশনা নেই। সরকার যেটা বলবে, সেটাই হবে। তাই আগের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অনেকেই হল খোলা রেখেছেন।’
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: নির্দেশনা চালু রয়েছে সিনেমা হল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।