শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

করোনামুক্ত আলিয়া ভাট

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ২২:৫০

করোনামুক্ত আলিয়া ভাট

করোনামুক্ত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে খবরটি জানিয়েছেন আলিয়া। তার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এক সময়ই নেগেটিভ হওয়া ভালো বিষয়।’

গত ১ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন আলিয়া। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সঙ্গে সঙ্গেই নিজেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শ মতো সকল নিয়ম মেনে চলছি। সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। দয়াকরে নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।’

এর আগে আলিয়ার প্রেমিক রণবীর কাপুরও করোনায় আক্রান্ত হন। তবে তিনিও এখন করোনামুক্ত।

বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমা নিয়ে ব্যস্ত আলিয়া। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়াও এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top