শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মালদ্বীপ ভ্রমণে নিয়ে ট্রলের মুখে বলিউগড তারকারা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ২০:০৩

ভারতীয়দের মালদ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা, ট্রলের মুখে বলিউগড তারকারা

মহামারি করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। দেশটিতে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হওয়ায়,আতঙ্কে দিন কাটছে নাগরিকদের।

এদিকে করোনা সংক্রমণ রোধে জার্মানি, ইতালি, ইরান, সিঙ্গাপুর ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ ভারতীদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। সম্প্রতি মালদ্বীপ সরকারও ঘোষণা দিয়েছে, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য মালদ্বীপে ভ্রমণ করতে পারবে না ভারতীয়রা।

রোববার (২৫ এপ্রিল) এক টুইট বার্তায় মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় ভারত থেকে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘আগামী ২৭ এপ্রিল থেকে মালদ্বীপে ভ্রমণকারী ভারতীয় পর্যটকরা যেন জনবহুল দ্বীপগুলোতে না থাকেন, সেজন্য নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য সুরক্ষা সংস্থা। একটু অসুবিধা থাকা সত্ত্বেও ভ্রমণকে যতটা সম্ভব নিরাপদ রাখার চেষ্টায় সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ।’

মালদ্বীপ সরকারের পক্ষ থেকে এ ঘোষণার পর রণবীর কাপুর, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, দিশা পাটানি ও টাইগার শ্রফসহ বলিউড তারকাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও ট্রলের বন্যা যাচ্ছে।

বলিউড তারকাদের মালদ্বীপ ভ্রমণ নিয়ে বেশ কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। অনেকে আবার বলিউডের সিনেমার মজার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। তারা বিস্ময় প্রকাশ করে মন্তব্য করছেন, দেশের এই পরিস্থিতির মধ্যে তারা কীভাবে মজা করে বেড়াতে পারেন?

তবে মালদ্বীপ ভ্রমণকারী বলিউড তারকাদের নিয়ে মজা করলেও, একটা বিষয় সবাই ধরতে পারছেন না। সেটা হলো, জনবহুল দ্বীপগুলোতে থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়। তাই এই নিষেধাজ্ঞা শুধু তাদের জন্য যারা ওই দ্বীপগুলোতে ঘুরতে যাবেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top