শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

‘রাধে’ থেকে প্রাপ্ত অর্থ দান করবেন সালমান

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২১, ২০:৪৩

‘রাধে’ থেকে প্রাপ্ত অর্থ দান করবেন সালমান

করোনায় বিপর্যস্ত ভারতের মানুষ এখন অসহায় প্রায়। এমন অবস্থায় অন্যান্য বলিউড তারকার মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সালমান খান। বরাবরের মতো এবারও তার ছবি থেকে পাওয়া অর্থের একটি অংশ দেবেন মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষদের।

১৩ মে মুক্তি পেতে যাওয়া সালমান খান অভিনীত ‘রাধে–ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবি থেকে প্রাপ্ত আয়ের একটি অর্থ করোনার ত্রাণে দেয়া হবে। সেখান থেকে সহায়তা পাবেন অসহায় মানুষ। বিষয়টি জানিয়েছে ছবির প্রযোজক সংস্থা জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ এবং সালমান খান ফিল্ম।

জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের এক মুখপাত্র বলেন, ‘আমাদের গোটা দেশ একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই একজন দায়বদ্ধ কর্পোরেট সংস্থা হিসেবে এই কঠিন লড়াইয়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা রাখছি ‘রাধে’ মুক্তি পাওয়ার পর সেখান থেকে যে পরিমাণ অর্থ আমরা করোনা ত্রাণে দান করব, তা বহু মানুষের সহায়তায় আসবে।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top