৪০ হাজার সিনেমাকর্মীকে আর্থিকভাবে সাহায্য করছেন সালমান

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২১, ১৯:১৫

৪০ হাজার সিনেমাকর্মীকে আর্থিকভাবে সাহায্য করছেন সালমান

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে যখন ভারত বিপর্যস্ত, সংক্রমণ ঠেকাতে দেশটিতে আবারও লকডাউনে বন্ধ হয়ে যাচ্ছে সিনেমার শুটিংসহ নানা কার্যক্রম। ফলে বেকার হয়ে পড়েছেন অসংখ্য শিল্পী ও কলাকুশলী।

এ সঙ্কটে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। ৪০ হাজার সিনেমাকর্মীকে আর্থিকভাবে সহযোগিতা করছেন এই অভিনেতা। এছাড়া যাদের মধ্যে ২৫ হাজার কর্মী কাজ করেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা ইন্ডাস্ট্রিতে। বাকি ১৫ হাজার নারীকর্মী কাজ করছেন ফিল্মসিটির নানা স্টুডিওতে। ইতোমধ্যে ফ্রন্টালাইন কর্মীদের জন্য খাবার সরবরাহ শুরু করেছেন সালমান। 

জানা গেছে, তিনি এই সকল সিনেমাকর্মীকে ১৫০০ রুপি করে দিবেন। এ প্রসঙ্গে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে ইমপ্লোয়ি’র প্রেসিডেন্ট বি এন তিওয়ারি বলেন, ‘যাদের প্রয়োজন আমরা তাদের তালিকা সালমান খানকে পাঠিয়েছি। তিনি আর্থিকভাবে সহযোগিতা করতে চেয়েছেন।’

তিনি আরো জানান, ৩৫ হাজার প্রবীণ সিনেমাকর্মীর একটি তালিকা যশরাজ ফিল্মসের কাছে পাঠানো হয়েছে। বলিউডের এই স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান প্রত্যেক পরিবারকে ৫ হাজার রুপি ও চার সদস্যদের মাসিক রেশনের ব্যবস্থা করবেন। সালমান ও যশরাজ ফিল্মস তালিকা যাচাইয়ের পর এই সহযোগিতা করবেন।

আসন্ন ঈদুল ফিতরের মুক্তি পেতে যাচ্ছে সালমানের নতুন সিনেমা ‌‘রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’। মুক্তির আগেই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এবং সালমান খান ঘোষণা দিয়েছেন সিনেমাটি থেকে আয় হওয়া অর্থের বেশিরভাগ অংশ চলে যাবে করোনায় দুর্গত মানুষের অনুদান হিসেবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top