শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কঙ্গনার পোস্ট মুছে দিল ইনস্টাগ্রাম

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২১, ২০:৩৯

কঙ্গনার পোস্ট মুছে দিল ইনস্টাগ্রাম

কঙ্গনা রানাওয়াতের করোনভাইরাস নিয়ে দেয়া পোস্ট মুছে দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। হুমকিমূলক মন্তব্য ও করোনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে পোস্ট মুছে ফেলা হয়েছে বলে ইনস্টাগ্রাম জানিয়েছে।

শনিবার (৮ মে) ইনস্টাগ্রামে নিজেই করোনা আক্রান্তের খবর জানান কঙ্গনা। এ খবর জানানোর পাশাপশি তিনি বলেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।’

তার এই পোস্টে সমালোচনার ঝড় ওঠে ইনস্টাগ্রামে। তার পোস্টে নানা রকমের নেতিবাচক মন্তব্যসহ তাকে হুমকি দেন অনেকে। এ কারণে এবং তিনি করোনা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন-এমন অভিযোগ এনে তার ওই পোস্ট মুছে ফেলে ইনস্টাগ্রাম।

এই খবরও রোববার (৯ মে) আরেকটি পোস্টে জানান কঙ্গনা। সেখানে তিনি বলেন, ‘ইনস্টাগ্রাম আমার পোস্ট ডিলিট করেছে কারণ আমি করোনাকে ধ্বংস করতে চেয়েছি। এতে অনেকেই কষ্ট পেয়েছেন। দুই দিন হলো ইনস্টাগ্রামে এসেছি, ভাববেন না এক সপ্তাহের বেশি থাকবো।’


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top