মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

ভুল স্বীকার করলেন নোবেল!

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২১, ১৭:০২

সাইবার পুলিশের কাছে ভুল স্বীকার করলেন নোবেল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন বিদ্বেষ ও আক্রমানত্বক প্রতিহিংসামূলক পোস্ট দেওয়ায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে জিজ্ঞাসাবাদ করেছে সাইবার পুলিশ। একের পর এক বিতর্ক দিয়ে আলোচনায় থাকা নোবেল ফেসবুকে সিনিয়র শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিকে আক্রমণ এবং তুচ্ছ তাচ্ছিল্য করে স্ট্যাটাস দেন।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বুধবার (১৯ মে) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গায়ক নোবেল ও তার ভেরিফায়েড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আমরা ইতোমধ্যে অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিদের সঙ্গে মতামত, সম্মতি ও পরামর্শক্রমে এ বিষয়ের একটা বিশ্বাসযোগ্য ও স্থায়ী সমাধানের জন্য আমরা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’

এদিকে জেমস, ইথুন বাবুসহ আরও কয়েকজন গুণী ব্যক্তিকে হেয় করে স্ট্যাটাস দেয়ার পর সময় টিভির বিনোদন প্রতিবেদক আল কাছিরকে অপহরণের হুমকি দেন তিনি। সেই হুমকির পর বিতর্কিত গায়ক নোবেলের বিরুদ্ধে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর কলাবাগান থানায় জিডি করা হয়।

মো. নাজমুল ইসলাম বলেন, আশা করি, নোবেল তার ভুল বুঝতে পেরেছেন। তবে সম্প্রতিক সময়ে তার দেওয়া পোস্টে ক্ষুব্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চাইলে আইনি পদক্ষেপ নিতে পারবেন। এরপর ১৮ মে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করেন নোবেল।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top