সালমানের সিনেমার সমালোচনায় তার বাবা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৮ মে ২০২১, ২০:০২

সালমানের সিনেমার সমালোচনায় তার বাবা

ঈদুল ফিতর উপলক্ষে কিছুদিন আগে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। ‘রাধে’র চিত্রনাট্য ও এতে সালমানের অভিনয় নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এবার এই সিনেমার সমালোচনায় সালমানের বাবা সেলিম খান।

তিনি বলেন, ‘বাণিজ্যিক সিনেমার একটা দায় থাকে। সকলে যেন অর্থ ফেরত পান, সেদিক খেয়াল রাখতে হয়। শিল্পী, প্রযোজক, পরিবেশক, প্রদর্শক, শেয়ারের প্রত্যেক অংশীদারের অর্থ ফেরত পাওয়া উচিত। তবেই তো সিনেমার ব্যবসা চলবে। যদি সেদিক থেকে দেখা হয় তাহলে সালমান সফল। এছাড়া রাধে আহামরি কিছু নয়।’

বলিউডের এই স্বনামধন্য গল্পকার ও চিত্রনাট্যকার জানান, ‘দাবাং থ্রি’ তার কাছে একটু অন্য রকম সিনেমা মনে হয়েছে। ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমাটিও ভালো লেগেছে। কিন্তু ‘রাধে’ খুব বেশি চমৎকার সিনেমা নয়।

এছাড়া ‘রাধে’ সিনেমার ব্যর্থতার দায় শুধু সালমানের ওপর দিতে চান না সেলিম খান। তার মতে, এখন বলিউডে ভালো মানের লেখকের অভাব। মানসম্মত গল্প না হলে ভালো সিনেমা সম্ভব নয়। তিনি বলেন, ‘চিত্রনাট্য লিখতে এখন কেউ হিন্দি ও উর্দু ভাষার চর্চা করেন না। বাইরের কোনো সিনেমা দেখে গল্প লিখতে শুরু করে।’


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top