শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

দিলীপ কুমার আবারও হাসপাতালে ভর্তি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২১, ২১:১০

দিলীপ কুমার আবারও হাসপাতালে ভর্তি

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। রোবাবর (৬ জুন) মুম্বাইয়ের খার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় ৯৮ বছর বয়সী এই অভিনেতাকে। সেখানে কার্ডিওলজিস্ট ডা. নিতিন গোখালে এবং পালমনোলজিস্ট ডা. জলিল পারকারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

এর আগে মে মাসে দিলীপ কুমারকে হাসপাতালে নেয়া হয়। নিয়মিত পরীক্ষার জন্য সে বার তাকে ভর্তি করা হয় এবং দুই দিন পর তাকে ছেড়ে দেয়া হয়। এ ছাড়া তার স্ত্রী সায়রা বানু দিলীপ কুমারের শারীরিক অবস্থার খবর জানিয়ে বলেন, ‘সবকিছু ঠিক আছে, আমাদের সঙ্গে আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে। আল্লাহর প্রতি এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আল্লাহ মহান। ধন্যবাদ আপনাদের।’

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top