শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

এবার একই সিনেমায় শাহরুখ খান ও থালাপতি বিজয়

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০১:১২

এবার একই সিনেমায় শাহরুখ খান ও থালাপতি বিজয়

নিজের জন্মদিন উপলক্ষে দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় তার ৬৫তম সিনেমা ‘বিস্ট’- এর নাম ঘোষণা করেছেন। ছবিটির প্রথম লুকের পোস্টারও প্রকাশ হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে, ‘বিস্ট’ সিনেমায় অভিনয় করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

ভারতের চলচ্চিত্র বিশ্লেষক প্রশান্ত রঙ্গস্বামীর এক টুইটে এমন গুঞ্জনের আভাস মিলেছে বলে জানা গেছে। সিনেমায় এই অভিনেতাকে দেখা যাবে দুর্ধর্ষ একজন এজেন্টের ভূমিকায়। বিজয় এখানে ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে কাজ করবেন। এই সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ।

অন্যদিকে, তামিল পরিচালক অ্যাটলির নাম চূড়ান্ত না হওয়া এক সিনেমায় শাহরুখ খানের অভিনয়ের যে জোর গুঞ্জন চলছে, সেই সিনেমায় থালাপতি বিজয়কেও দেখা যেতে পারে বলে খবর প্রকাশ হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top