করোনা আক্রান্ত গীতিকার ফজল-এ-খোদা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৩ জুলাই ২০২১, ০৪:৪৪

করোনা আক্রান্ত গীতিকার ফজল-এ-খোদা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রখ‌্যাত গীতিকার ফজল-এ-খোদা। তার সাথে তার স্ত্রীও করোনা আক্রান্ত বলেও জানা গেছে। বুধবার (৩০ জুন) ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে এই শিল্পীকে।

ফজল-এ-খোদার ছেলে সজীব ওনাসিস বলেন—‘কিছুদিন আগে আমার বড় ভাই করোনায় আক্রান্ত হন, পরে আমার বাবা-মাও আক্রান্ত হন। মঙ্গলবার (২৯ জুন) করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট পাওয়ার পর বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করেছি।’

গীতিকার ফজল-এ-খোদা এর লেখা কালজয়ী কিছু গান হলো—‘সালাম সালাম হাজার সালাম’, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কত, ‘আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’, ‘খোকন মণি রাগ করে না’।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top