আজ ৫৯ বছরে পদার্পণ করেছে বিটিভি

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ১১:০৬

বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আজ (২৫ ডিসেম্বর) ৫৯ বছরে পদার্পণ করেছে। ১৯৬৪ সালের এই দিনে ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের নিচতলায় চ্যানেলটির যাত্রা শুরু হয়।

দিনটি উপলক্ষে বিটিভি প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে অংশ নেন বিটিভির শিল্পী ও কলাকুশলীসহ বিশিষ্টজনেরা।

বাংলাদেশ টেলিভিশন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, ‘জাতির ক্রান্তিলগ্নে বিটিভি স্বাধীনতা সংগ্রাম, কৃষি, শিল্প, অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা, তথ্য, সংবাদচর্চার ক্ষেত্রে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। রুচিশীল অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি জনসচেতনতামূলক অনুষ্ঠান নির্মাণেও কাণ্ডারির ভূমিকা পালন করে আসছে বিটিভি।

আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে জামায়াত আমির

তিনি মনে করেন, ‘৫৯ বছরে বিটিভির বড় অর্জন হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীসহ দেশের সকল মানুষের কাছে পৌঁছানো। এবং চলমান উন্নয়ন অগ্রযাত্রার তথ্যগুলোকে সহজেই জাতির সামনে তুলে ধরতে পারা। এই ধারা আমরা অব্যাহত রাখতে চাই।’

উল্লেখ্য, ১৯৬৪ সালে যাত্রা শুরুর পর ১৯৮০ সালে দর্শকদের রঙিন পর্দা উপহার দেয়ার মাধ্যমে নতুন যুগে পদার্পন করে বিটিভি। বিটিভির সম্প্রচার এখন এইচডি (হাই ডিফিনেশন) এবং টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট ও মোবাইল অ্যাপসের মাধ্যমে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। যুগোপযোগী পরিবর্তনের অঙ্গীকার আর প্রত্যয়ের মধ্য দিয়ে এবার ৫৯ বছরে পা রাখছে রাষ্ট্রীয় এই গণমাধ্যমটি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top