ফেব্রুয়ারিতে মেট্রোরেলে যুক্ত হচ্ছে আরও দুই স্টেশন
রাজিউর রেহমান | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩, ০৭:৩৯
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল শুরু করেছে দেশের প্রথম মেট্রোরেল। ৯টি স্টেশন থাকলেও আপাতত চালু করা হয়েছে দুটি। চলতি মাসের ২৫ তারিখে যুক্ত হচ্ছে পল্লবী স্টেশন।
পরিচালক এমএএন ছিদ্দীক জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে মেট্রোরেলে যুক্ত হবে মিরপুর ১০ ও উত্তরা সেন্টার স্টেশন। এই দুটি স্টেশন চালু হলে মেট্রোরেলে যাত্রী সংখ্যা আরও বাড়বে। মূলত যাত্রীদের অভ্যস্ত করতেই পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আরও পড়ুন>>>স্ত্রীর বিরুদ্ধে থানায় জিডি করলেন আরজে কিবরিয়া
প্রকল্প পরিচালক আরও জানান, মিরপুর ১০ অঞ্চল সবচেয়ে বেশি জনবসতি পূর্ণ এলাকা। একই সঙ্গে যাত্রীদের বড় হাব। তাই কর্তৃপক্ষ এবার ওই স্টেশন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এই স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে উঠতে এবং নামতে পারবেন।
স্টেশনগুলোতে নিরপত্তার জন্য পুলিশের সহায়তা নেওয়ার কথা জানিয়েছেন এমএএন ছিদ্দীক। যদিও মেট্রোরেলের জন্য বিশেষায়িত পুলিশ গঠন করা কথা ছিলো। কিন্তু এখনও তা বৈঠক আর সুপারিশ পর্যায়েই আছে।
এরআগে, ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। তখন থেকে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে মেট্রোরেল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।