বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

মগবাজারের বিস্ফোরণ ছিল বোমার, অসংখ্য স্প্লিন্টার উদ্ধার

রাজিউর রেহমান | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩, ০৭:৫৩

মগবাজারের বিস্ফোরণ

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস মোড়ে বিস্ফোরণস্থল থেকে অসংখ্য স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছিল, তারা স্প্লিন্টারগুলো আলামত হিসেবে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর রশীদ। তিনি বলেন, বিস্ফোরক দ্রব্যটি ময়লা রাখার একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে ছিল। ভেতর থেকে ময়লা বের করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনাস্থলে স্প্লিন্টার পাওয়া গেছে। একটা স্কুলের সামনে এটা কেন রাখা হয়েছিল সেটা আমরা বের করার চেষ্টা করছি।

সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ওয়্যারলেস মোড়ে সেন্ট মেরিস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে একটি প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর: মাকে হত্যার পর পাঁচ টুকরো, ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড

আহতরা হলেন, সাইফুল ইসলাম (৩৬), তারেক (২০), সাহিন (৩০) ও আবুল কালাম (২৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাইফুলের অবস্থা গুরুতর।

সাইফুল বলেন, তিনি রিকশা করে অফিসে যাওয়ার পথে মগবাজারে পৌঁছালে হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মগবাজারে প্লাস্টিকের ড্রামটি বিস্ফোরিত হলে বেশ কয়েকজন আহত হন। ড্রামটি অনেকদিন ধরে সেখানে অরক্ষিত অবস্থায় পড়েছিল।

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top