সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলার দিবাস্বপ্ন দেখে লাভ নেই
পদযাত্রা নয়, বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের
রাজিউর রেহমান | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৩, ০৯:০১
আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি একতরফা মিথ্যাচার ও বিষোদগার করে আসছে। আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না। এর জবাব দিতে হবে।
ওবায়দুল কাদের বলেন, এটা পদযাত্রা নয়, পেছন যাত্রা। পদযাত্রা নয়, মরণযাত্রা। বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। তারা পরাজিত হবে। আন্দোলনে হবে, আগামী নির্বাচনেও তাদের মরণ হবে—রাজনৈতিক মরণ।
দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ পালানোর দল নয়, আওয়ামী পালাবে না। আমরা রাজপথে আছি এবং থাকবো। সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলার দিবাস্বপ্ন দেখে লাভ নেই।
তিনি বলেন, এত লাফালাফি, এত ছোটাছুটি। এত লোটাকম্বল, কাঁথা-বালিশ। সমাবেশ হলে সাত দিন ধরে সমাবেশস্থলে জড়ো হয়। শুয়ে পড়ে। পাতিলের পর পাতিল খাবার রান্না হয়। কোথায় গেল সেই দিন। কোথায় গেল লাল কার্ড, গণ-অভ্যুত্থান। তাদের গণজোয়ারে এখন ভাটার টান পড়েছে।
আরও পড়ুন>>>অপব্যবহার হলেও ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন আছে: আইনমন্ত্রী
ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) বলে ৫৪ দল। আবার বলে ১০ দফা। আবার বলে রাষ্ট্র মেরামতের ২৭ দফা। আবার গতকাল দেখলাম সমমনাদের ১৪ দফা। মোট ৫১ দফা। আন্দোলন চলছে, দল ৫৪টা। সব জগাখিচুড়ি, ঐক্যদল জগাখিচুড়ি। এই দেশে ঐক্যদলের কর্মসূচি কোনো দিনও সফল হবে না।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি তো এখন কথার রাজা। মির্জা ফখরুল, কাজ নেই শুধু কথা আর কথা। শুধু কথার মালার চাতুরী। কাজ করছি, আর বাধ্য হয়ে তাদের কথার জবাব দিচ্ছি। তারা একতরফা মিথ্যাচার করবে। আমরা কী চুপচাপ বসে থাকব? আমাদের অবশ্যই জবাব দিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ডাক দিলেই চলে আসবেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই করছি। রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ আমরা ছাড়বো না আগামী নির্বাচন পর্যন্ত।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।