• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানীর অনুমতি দিতে হবে: জিএম কাদের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৭

নিজস্ব প্রতিবেদক:

বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানীর অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

জিএম কাদের এসময় ব্যবসায়ীদের আমদানীর যাবতীয় খরচ নির্দিষ্ট পেঁয়াজের দাম সরকারিভাবে নির্ধারণ এবং বাজার তদারকিরও আহ্বান জানান। এর ফলে বাজার স্বাভাবিক হবে বলে মন্তব্য করেন তিনি।

মটর শ্রমিক ফেডারেশন এর সভাপতি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জিএম কাদের বলেন, শ্রমিকদের কল্যাণ তহবিলের নামে হাজার হাজার কোটি টাকা কিছু সংখ্যক মানুষ লুটপাট করেছে। এজন্য শ্রমিক কল্যাণ তহবিলের অডিট হওয়া জরুরী বলে মত দেন তিনি। পাশাপাশি শ্রমিকদের নামে ওঠানো চাঁদা দিয়ে অনেকেই দেশে-বিদেশে অট্টালিকা তৈরী করেছেন বলে অভিযোগ করেন জাপা চেয়ারম্যান।

সভায় এসময় অন্যান্যের মধ্যে – জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- আজম খান, শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান- মেজর আব্দুস সালাম (অব.), আহসান আদেলুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top