মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ইউনূস সরকারের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা, যে সত্য জানা গেল

রাজীব রায়হান | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:১৭

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মান করায় ড. মুহাম্মদ ইউনূসসহ মোট ২০ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর সেটি নিয়েই পুরো দেশ এখন তোলপাড়।

বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে। ভিডিওটিতে দুজন নিউজ প্রেজেন্টারের আলাদা দুটি সংবাদ পাঠের ক্লিপ দেখা গিয়েছে।

প্রথম ক্লিপটিতে নিউজ প্রেজেন্টারকে বলতে শোনা যায়, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২০ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর দ্বিতীয় ক্লিপটিতে নিউজ প্রেজেন্টারকে বলতে শোনা যায়, বাংলাদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে মার্কিন সহায়তা সংস্থা ইউএসআইডি।

সেটি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা নানা রকম কমেন্ট ও রিঅ্যাকশন দেখছেন। পোস্টে অনেকে এ তথ্যটি সত্য কি না, তা কমেন্টে জানতে চেয়েছেন। আবার এটি সত্য মনে করে কমেন্ট করেছেন।

ভিডিওটিতে থাকা দুটি নিউজ প্রেজেন্টারের ক্লিপগুলোকে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ আলাদা আলাদাভাবে যাচাই করেছে। আর এ বিষয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার।

তারা বলছে, এটিএন নিউজের এই প্রতিবেদনের নিউজ প্রেজেন্টারের তথ্যের একটি অংশ কাট করে প্রচার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২০ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার দাবিটি মিথ্যা।

প্রকৃতপক্ষে, এটিএন নিউজ এবং যমুনা টেলিভিশনের আলাদা দুটি সংবাদের নিউজ প্রেজেন্টারদের পড়া সংবাদের দৃশ্য কাট করে এই দাবিতে ভিডিওটি তৈরি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ড. মুহাম্মদ ইউনূসসহ ২০ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কি না—এ বিষয়ে সত্যতা জানতে মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে গিয়ে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞা আরোপের তালিকায় সম্প্রতি বাংলাদেশ থেকে ড. মুহাম্মদ ইউনূস বা অন্যান্য কারও নাম পাওয়া যায়নি। এ ছাড়া আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ বিষয়টির কোনো সত্যতা পাওয়া যায়নি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top