বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

হাইকোর্টে স্থগিত সরকারি কর্মকর্তাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৮:৪২

সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে নিয়োগ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট।

‎বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

‎আদালত প্রজ্ঞাপনটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারি করেছেন এবং একইসঙ্গে সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত সংশোধিত বিধির কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করেছেন।

‎গত আগস্টে অন্তবর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপন জারি করে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদ শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে। সংশোধিত প্রবিধানমালা ২০২৪ অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হয়।

‎এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত চ্যালেঞ্জ জানানো হলে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top