২৩ নভেম্বর ফিরতে পারেন তারেক রহমান, জোর প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৪:১৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৩ নভেম্বর দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় বিদেশে থাকার পর তার এই প্রত্যাবর্তনের দিনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
গতকাল, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই বিষয়ে ইঙ্গিত দেন। যদিও তিনি সুনির্দিষ্ট তারিখ বলেননি, তবে আশা প্রকাশ করেছেন যে, নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন।
দলীয় সূত্র মতে, তারেক রহমানের নিরাপত্তা ইস্যুটি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সরকার তাঁকে বিশেষ নিরাপত্তা দেবে এমন নিশ্চয়তা বিএনপি পেয়েছে। এর অংশ হিসেবে তাঁর জন্য বুলেটপ্রুফ এসইউভি কেনার প্রক্রিয়া চলছে। দেশে ফেরার পর তিনি গুলশানের ফিরোজা এবং ১৯৬ নম্বর—দুই বাসাতেই থাকবেন।
তারেক রহমানের প্রত্যাবর্তনের আগেই দল নির্বাচনী প্রস্তুতি সেরে নিচ্ছে। অক্টোবরের মধ্যেই প্রায় ২০০ আসনে একক দলীয় প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেওয়া হবে। পাশাপাশি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার আলোচনাও চলছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এটিকে জাতীয়তাবাদী শক্তির প্রতীকের প্রত্যাবর্তন হিসেবে উল্লেখ করেছেন। সালাহউদ্দিন আহমেদ আরও নিশ্চিত করেছেন যে তারেক রহমান অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।