বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গমের চালান পৌঁছেছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১২:২১
বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের প্রথম চালান শনিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ‘নোর্স স্ট্রাইড’ নামের জাহাজে আনা এই গমের পরিমাণ ৫৬,৯৫৯ টন। এর মধ্যে ৩৪,১৭০ টন গম চট্টগ্রাম এবং ২২,৭৮৯ টন গম মোংলা বন্দরে খালাস হবে।
খাদ্য বিভাগের চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সাকিব রেজওয়ান জানান, আমদানি করা গমের নমুনা সংগ্রহ ও খালাস প্রক্রিয়া মনিটর করতে খাদ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি টিম চট্টগ্রামে উপস্থিত। টিমের নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগ) এ এইচ এম কামরুজ্জামান।
জাহাজ থেকে গমের নমুনা নেওয়া হয়েছে এবং আজ রোববার থেকে খালাস কার্যক্রম শুরু হতে পারে। চট্টগ্রাম সাইলোতে ৩৪ হাজার টনের বেশি গম মজুত করা হবে, বাকি গম মোংলা সাইলোতে রাখা হবে।
সূত্র জানায়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রাশিয়া, ইউক্রেন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করে আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে গম আমদানির চুক্তি করেছে। যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে জিটুজি পদ্ধতিতে গম কেনা হচ্ছে। প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে ৩০২ মার্কিন ডলার।
দেশে বছরে গড়ে ৮০ লাখ টনের বেশি গমের চাহিদা থাকলেও স্থানীয় উৎপাদন মাত্র ১১ লাখ টন। যুক্তরাষ্ট্র থেকে আমদানি শুরু হওয়ায় রাশিয়া থেকে আনা গমের পরিমাণ কমানো হয়েছে। চুক্তি অনুযায়ী মোট চার লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।