দেশগঠনে কাজ করবে সেনাবাহিনী: সেনাপ্রধানের নতুন অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:৫৭
দেশগঠনে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যের সঙ্গে তা পালনের অঙ্গীকার করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৬ অক্টোবর) সকালে বাগাতিপাড়া কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্স-এর ৯ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।
সেনাপ্রধান কোর অব ইঞ্জিনিয়ার্স-কে একটি স্বনামধন্য কোর হিসেবে উল্লেখ করে বলেন, এই কোরের ইঞ্জিনিয়াররা দেশ ও দেশের বাইরে সেতু, রাস্তাঘাটসহ নানা অবকাঠামো নির্মাণে দক্ষতার সঙ্গে কাজ করছেন।
এদিন অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্স এর ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।
তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করেন। দেশমাতৃকার সেবায় এই কোরের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।