রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টার সাথে পাক যৌথ বাহিনী প্রধানের বৈঠক: জোর কূটনীতিতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:১৪

সংগৃহীত

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান, জেনারেল সাহির শামশাদ মির্জা। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক সম্পন্ন হয়। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। জেনারেল মির্জা এই সফরকে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, করাচি-চট্টগ্রাম নৌরুট চালু হয়েছে এবং ঢাকা-করাচি বিমান রুটও কয়েক মাসের মধ্যে উদ্বোধন করা হবে।

বৈঠকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের উত্তেজনা কমানো এবং সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর প্রতিরোধের উপায় নিয়েও মতবিনিময় হয়। প্রধান উপদেষ্টা ইউনুস মিথ্যা তথ্যের বিরুদ্ধে বৈশ্বিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করে একে অপরকে সমর্থন করার ইচ্ছা প্রকাশ করেছে পাকিস্তান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top