রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

মেট্রোরেলে দুর্ঘটনা: বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ অনুসন্ধানে কমিটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:২১

সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

রোববার দুপুরে এই ঘটনা ঘটে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিহত পথচারীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাৎক্ষণিক ৫ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। দাফন-কাফনের খরচও সরকার বহন করবে।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে বুয়েট এবং এমআইএসটির বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত আছেন। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই কমিটি ভবিষ্যতে দুর্ঘটনা রোধে সুপারিশমালা প্রস্তুতের পাশাপাশি গত ১৮ সেপ্টেম্বরের আগারগাঁও-মতিঝিল রুটে ঘটা একই ধরনের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনও পর্যালোচনা করবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এটি নাশকতা নাকি নির্মাণত্রুটি, তা কমিটি খুঁজে বের করবে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top