সালমান শাহের মৃত্যু: ডনের দাবি, সামিরা নির্দোষ ছিলেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১০:৫৩
বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহের মৃত্যু রহস্য আবারও নতুন করে আলোচনায়। আদালতের নির্দেশে আবারও শুরু হয়েছে হত্যা মামলাটির তদন্ত। এই মামলার প্রধান আসামি প্রয়াত নায়কের স্ত্রী সামিরা হক।
মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন-এর পুরনো একটি সাক্ষাৎকার সম্প্রতি ভাইরাল হয়েছে। পাঁচ বছর আগে পিবিআই-এর তদন্তে মৃত্যুটি আত্মহত্যা বলে রায় দেওয়া হলেও, সেই বিতর্ক থামেনি।
শাহরিয়ার নাজিম জয়ের টকশোতে ডন সরাসরি মন্তব্য করেন—সালমান শাহের আত্মহত্যার কারণ হিসেবে তিনি তার স্ত্রী সামিরা হকের কোনো দোষ দেখেননি। ডনের ভাষায়, সালমানের সঙ্গে সামিরার যেরকম প্রেম ছিল, আমি এমন প্রেম জীবনে দেখিনি।
সামিরা কি নির্দোষ ছিলেন? ডন অকপটে জবাব দেন, আমি তো দেখিনি কোনো দোষ। বরং তিনি জানান, জীবনের শেষ ছয়-সাত মাস ধরে সালমান শাহ মানসিকভাবে চরম অস্থির ছিলেন। সুপারস্টার হয়েও কেন আত্মহত্যা করলেন—সেই প্রশ্ন তোলেন ডন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।