শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই : আইজিপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:৩৫

সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার মতো কোনো অপশক্তির সক্ষমতা নেই। তিনি বলেন, জনগণ এখন নির্বাচনে অংশগ্রহণমুখী, যা পুলিশের সবচেয়ে বড় শক্তি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর কেএমপি পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। এর আগে আইজিপি খুলনার পাঁচটি স্থানে চলমান নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

আইজিপি বাহারুল আলম আরও বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইতিমধ্যে ২১ জন দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং আরও ৩১ জনের প্রক্রিয়া চলছে। তিনি নিশ্চিত করেন, বিতর্কিত পুলিশ সদস্যরা আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবেন না।

নাশকতা ও সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ একা নয়, সাধারণ মানুষও আমাদের শক্তি। গুজব, মিথ্যা তথ্য এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা সবই নজরদারিতে রাখা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top