ব্যবসার জন্যই এতদিন পর সরকারের এন্টিজেন টেস্টের উদ্যোগ: জাফরুল্লাহ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৯

বক্তব্য রাখছেন ডা. জাফরুল্লাহ

বিশেষ প্রতিনিধি:

ব্যবসার জন্যই এতদিন পর সরকার অ্যান্টিজেন টেস্টের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি আজ (২২ সেপ্টেম্বর) ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের শ্রদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে ১ মিনিট অবিরাম করতালি কর্মসূচিতে এমন অভিযোগ করেন। সারাদেশে একযোগে গণস্বাস্থ্যের ৩০টি শাখায় এই কর্মসূচি পালন করা হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন কিট প্রস্তুত থাকার পরও সরকার তা অনুমোদন না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে। সরকার ব্যবসায়ীক উদ্দেশ্যই এমনটি করেছে উল্লেখ করে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র কিটের অনুমতি চেয়ে সরকারের কাছে তারা আর আবেদন করবে না।

তবে সরকার যদি নিজে অনুমোদন দেয়, তাহলে জিকে কিট সরবরাহ করবে।

করোনা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে জাফরুল্লাহ বলেন, সরকার এখনও ভুলনীতিতে চলছে। তারা সময়মতো করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়নি। সরকারের অনুমোদন না পাওয়ায় কিট উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top