দেশে করোনা পরিস্থিতি
চলছে দেশব্যাপী 'শাটডাউন'এর প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জুন ২০২১, ০৬:৩১
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় এ বিষয়ক জাতীয় কমিটির দেওয়া সারাদেশে ১৪ দিন 'শাটডাউন'এর সুপারিশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে এমনই আভাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, 'পরিস্থিতি এমন যে খুব দ্রুতই আমাদের এমন একটি সিদ্ধান্ত নিতে হতে পারে। 'সারা দেশে সংক্রমণ মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতিও আছে বলে জানান তিনি।
ফরহাদ হোসেন আরও বলেন, 'দেশে করোনা মহামারির শুরুতে যেমন লকডাউন আমরা দিয়েছিলাম, তার মতোই কিংবা তার চেয়ে আরও কঠোর হতে পারে এবারের শাটডাউন।’
সম্প্রতি করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী বেশ কিছু জেলায় বিধিনিষেধ দেয়া হয়।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।