রাজধানীর হাটে গরুর দাম বেশ চড়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ১৮:০০
কোরবানির ঈদ সামনে রেখে কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ায় হাসি ফুটেছে বেপারী ও খামারিদের মুখে। ভালো মুনাফার আশা নিয়ে তারা দলে দলে ঢাকা আসছেন।
শনিবার (১৭ জুলাই) থেকে রাজধানীতে পশুহাট বসার কথা থাকলেও বসতে শুরু করেছে আগেভাগেই।
রাজধানীর হাটগুলো এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে গরু-মহিষ ও ভেড়া-ছাগল দিয়ে। হাটগুলোতে অবশ্য এখনও ক্রেতা সমাগম শুরু হয়নি। স্বল্প সংখ্যক ক্রেতা এলেও ফিরছেন তারা বেজার মুখে। তাদের সবারই অভিযোগ, গরুর দাম এবার বেশ চড়া।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ তুলে নেওয়ায় রাজধানীতে বৃহস্পতিবার থেকেই ট্রাক ট্রাক পশু আসতে শুরু করেছে। হাটগুলোতে একের পর এক তৈরি হচ্ছে পশুর খোঁয়াড়, তৈরি করা হচ্ছে হাসিলঘর। চলছে জনসচেতনতামূলক মাইকিং। যদিও এসব হাটে স্বাস্থ্যবিধি বলতে গেলে অনুসরণ করাই হচ্ছে না। হাটগুলোর প্রবেশপথে পর্যাপ্ত সাবান-বেসিন স্থাপনের নির্দেশনা থাকলেও তা দেখা যায়নি। একমুখী চলাচলের শর্তও মানছেন না কেউ। পশু বিক্রেতারা বলছেন, হাটগুলোতে ক্রেতা সমাগম শুরু হয়নি।
বৃহস্পতিবার রাতে রাজধানীর একাধিক হাট ঘুরে দেখা যায়, প্রচুর গরু-ছাগলের। তবে এখনো সেভাবে ক্রেতার দেখা নেই। যারা আসছেন তারা ঘুরে ফিরে চলে যাচ্ছেন। তাদের অভিযোগ, বেপারীরা অনেক চড়া দাম চাইছেন। বেপারীদের দাবি, এবার তারা গ্রাম থেকে বাড়তি দামে গরু কিনেছেন । তাছাড়া পশুখাদ্যের দামও বেড়েছে। তাই গতবারের চেয়ে এবার দাম একটু বেশি।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।