বিপুল পরিমাণ মাদকসহ হেলেনা জাহাঙ্গীর আটক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ০৯:২০
রাজধানীর গুলশানে আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মাদক উদ্ধারের ঘটনায় এফবিসিসিআই'র এই পরিচালককে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত পৌনে নয়টার দিকে রাজধানীর গুলশান-২ এর ৩৬ নম্বর সড়কের ৫ নম্বর বাসায় অভিযান শুরু হয়। অভিযানে হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে ১৭ বোতল বিদেশি মদ ও ইয়াবা, হরিণের চামড়া, ক্যাসিনো সরঞ্জাম ও ওয়াকিটকি উদ্ধার করে র্যাব।
এরপর রাত ১২টা ১৪ মিনিটে তাকে র্যাবের গাড়িতে উঠিয়ে সংস্থাটির সদর দপ্তরের নেয়া হয়।
ফেসবুকে সম্প্রতি ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
একইসাথে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।