রাজধানীর হাসপাতালেও বাড়ছে করোনা রোগীর চাপ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জুন ২০২১, ২৩:০০
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাপ আবারও বাড়তে শুরু করেছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ২২ দিনের ব্যবধানে উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বুধবার (২৩ জুন) সকালের দিকে হাসপাতালটির জরুরি শাখা থেকে এসব তথ্য জানানো হয়।
হাসপাতালের আইসিইউ ইউনিটের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ক্রিটিক্যাল কেয়ারের বিভাগীয় প্রধান ডা. মো. আসাদুজ্জামান বলেন, এক সপ্তাহের ব্যবধানে আইসিইউ বেডের ওপর চাপ বেড়েছে। চালু থাকা ১০টি আইসিইউ বেডেই রোগী ভর্তি রয়েছে। পরিস্থিতি অনেকটা আগের মতো ভয়াবহ হওয়ার পথে। এখনই আমাদের সবাইকে সাবধান হতে হবে।
হাসপাতালের জরুরি শাখা সূত্র জানায়, চলতি মাসের ১ তারিখ ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ জন। বুধবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত মোট ৬৬ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি ১০ জন রয়েছেন আইসিইউ বেডে। সবমিলিয়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।