শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

টোকিও অলিম্পিক

২৬ বছর পর ভারতকে পদক এনে দিলেন মীরাবাই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০০:০৭

২৬ বছর পর ভারতকে পদক এনে দিলেন মীরাবাই

করনম মালেশ্বরীর পর কেটে গেছে ২৬ টি বছর। দীর্ঘ এই বিরতির পর অলিম্পিকে দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে ভারতকে পদক এনে দিলেন মীরাবাই। এবারের অলিম্পিক ২০২০ মহিলাদের ৪৯ কেজি ওজন ভারোত্তোলন ইভেন্টে সর্বমোট ২০২ কেজি ওজনের লিফট করে সিলভার মেডেল জিতেছেন।

এ বছর ভারতের হয়ে তিনিই প্রথম কোনো পদক জিতলেন। মীরাবাই এর রুপা জয়ে ভারতের শুধু ক্রিড়াপ্রেমিরা নয়, খুশিতে উন্মাদ হয়েছেন বলিউড তারাকারাও। ভারতের ইতিহাসে নাম লেখানো এই মীরাবাই চানুকে নিয়ে বলিউড তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম যেন শুভেচ্ছার ফুলঝুরি।

মীরাবাইয়ের পদক জয় উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনা কাপুর, তাপসী পান্নু, কঙ্গনা রানাওয়াত, মহেশ ভাট অভিষেক বচ্চন, ভিকি কৌশল এবং দিয়া মির্জাসহ অনেকেই তাকে নিয়ে করেছেন পোস্ট, জানিয়েছেন শুভেচ্ছা।

শুধু তাই নয়, ডোমিনোজ ভারত জীবনের জন্য তাঁকে বিনামূল্যে পিৎজা দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। কঠোর পরিশ্রম ও অনেক কিছুকে বাদ দিয়েই নিষ্ঠার সঙ্গে নিজের অনুশীলন চালিয়ে গিয়েছেন ২৬ বছর বয়সী এই মেয়েটি। সেই পরিশ্রমকে সম্মান জানিয়েই ডোমিনোজ ভারতের এই পদক্ষেপ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top