অলিম্পিক ২০২২

২০২২ অলিম্পিক পর্যন্ত নিষিদ্ধ উত্তর কোরিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১, ২১:০৬

২০২২ অলিম্পিক পর্যন্ত নিষিদ্ধ উত্তর কোরিয়া

টোকিও অলিম্পিকে দল না পাঠানোটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে উত্তর কোরিয়ার জন্য। আইওসির সভাপতি টমাস বাখ বুধবার এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন ২০২২ সালের শেষ পর্যন্ত উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে বেইজিং শীতকালীন গেমসে অংশ নিতে পারবে না উত্তর কোরিয়া।

বাখ আরো বলেন, এই সিদ্ধান্তের কারণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আইওসির কাছ থেকে কোনো আর্থিক সহায়তাও পাবে না উত্তর কোরিয়া। সেই সাথে কমিটিটি এর আগে যেসব সাহায্য পেত তাও বন্ধ করে দেওয়া হবে। তিনি আরো জানান, উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞার মেয়াদ নিয়ে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আইওসির আছে। এছাড়া উত্তর কোরিয়ার কোনো অ্যাথলেট স্বতন্ত্রভাবে অংশ নিয়ে বেইজিং শীতকালীন গেমসের জন্য নির্বাচিত হলে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আইওসির আছে।

আইওসি বলেছে, টোকিওতে অংশ না নিলে সেটির ফল কী হতে পারে, সে ব্যাপারে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল উত্তর কোরিয়াকে। এদিকে করোনা ভয়াবহতায় টোকিও অলিম্পিকে দল পাঠায়নি এমন দল একমাত্র উত্তর কোরিয়াই।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top