সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম কাহিলের অভিমত
কাতার বিশ্বকাপ জিতবে ব্রাজিল, দ্বিতীয় রাউন্ডেই বাদ আর্জেন্টিনা
রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ০৯:১১

ব্রাজিল এবারের বিশ্বকাপ জিতবে! এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার ফুটবল কিংবদন্তি টিম কাহিল। কাতার বিশ্বকাপের আয়োজন তত্ত্বাবধানকারী সুপ্রিম কমিটি ফর ডেলিভারি ও লিগ্যাসির সদস্য কাহিল।
কমিটির এক অনুষ্ঠানে ভবিষ্যদ্বাণী করে কাহিল বলেন, ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে নেইমাররা 'হেক্সা' জয়ের গৌরব উদযাপন করবেন। আর আর্জেন্টিনা বাদ পড়বে শেষ ষোলোতেই।
অস্ট্রেলিয়ার হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন কাহিল। তার বিশ্বাস, কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভালো কিছু করবেন। এই টুর্নামেন্টটা অজিদের ইতিহাসের সেরা হবে আখ্যা দিয়ে তিনি বলেন, 'আমি আশা করবো অস্ট্রেলিয়া সেরাটা করে দেখাবে। যদি মেসিকে থামাতে পারি, তাহলে শেষ ষোলোতে আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারবো।'
অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বললেন, 'ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকালে দেখবেন, তারা বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় পেয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার উন্মেষ ঘটাচ্ছে।'
আর্জেন্টিনাকে হারাতে হলে কী করতে হবে, সে টোটকাটাও বাতলে দিলেন দলকে। বললেন, ‘আমরা যদি মেসিকে আটকে দিতে পারি, তাহলে আর্জেন্টিনাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারব আমরা।’
কাহিলের ভবিষ্যদ্বাণী, শেষ ষোলোয় সৌদি আরব আর কাতার খেলবে। এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দিতে পারে।
আগামী ১৮ ডিসেম্বর ৮০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে ফাইনালে খেলবে ব্রাজিল আর বেলজিয়াম, ভবিষ্যদ্বাণী তার।
ক্যাহিল বলেন, ‘আমি বেলজিয়ামের বড় ভক্ত। তাদের স্কোয়াড আর ম্যানেজমেন্ট যেমন, তার দুটোরই। তবে যখন আপনি ব্রাজিলের বিপক্ষে খেলবেন, তখন দেখবেন তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। বিশ্বকাপ জেতারও সম্ভাবনা তাদেরই বেশি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।