কার হাতে উঠবে কাতার বিশ্বকাপ শিরোপা, চলছে তুমুল আলোচনা
রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০২:০৮

চার বছর পর দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। আর মাত্র দু’দিন অপেক্ষা। সারাদেশ আক্রান্ত বিশ্বকাপ জ্বরে। বাসা-বাড়ির ছাদ ছেয়ে গেছে নানান দেশের রঙ-বেরঙের পতাকায়। পছন্দের দলের জার্সি গায়ে ফুটবলপ্রেমীরাও মেতে উঠেছেন বিশ্বকাপ উন্মাদনায়। পুরো দেশে যেনও উৎসবের আবহ। নিজের দেশ বিশ্বকাপে না থাকলেও ব্রাজিল-আর্জেন্টিনার সাফল্য-ব্যর্থতা দিয়েই বিশ্বকাপের উৎসবটা সারেন এ দেশের মানুষ।
চলতি মাসের ২০ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। কার হাতে উঠবে এই আসরের শিরোপা, তা নিয়ে চলছে নানা আলোচনা। চলছে চায়ের কাপে তুমুল ঝড়।
বিশ্বকাপ নিয়ে এবার ভবিষ্যৎবাণী করলেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্সেল দেশাই। তিনি মনে করেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল দিতে পারে নতুন চমক। এর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার মতো এবার চমক উপহার দিতে পারে স্বাগতিক কাতার, উঠতে পারে শেষ আটে। আর শিরোপা জয়ের দৌড়ে দেশাই এগিয়ে রাখছেন আর্জেন্টিনাকে। তার মতে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিততে পারে।
এদিকে, চারটি আসর কেটে গেছে, তবুও বিশ্বমঞ্চে ষষ্ঠ শিরোপার মুখ দেখেনি ব্রাজিল। ব্রাজিলের জন্য বিশ্বকাপ এখন হাহাকার আর অপ্রাপ্তির বেদনা। তবে কাতার বিশ্বকাপে এসে ২০ বছরের সেই আক্ষেপ ঘোচানো উচিত বলে মনে করেন কিংবদন্তি ডিফেন্ডার কাফু। শুধু তাই নয় ব্রাজিল ফাইনালে উঠবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।
অপরদিকে অস্ট্রেলিয়ার ফুটবল কিংবদন্তি টিম কাহিলও বলছেন, এবারের বিশ্বকাপ জিতবে ব্রাজিল। কাতার বিশ্বকাপের আয়োজন তত্ত্বাবধানকারী সুপ্রিম কমিটি ফর ডেলিভারি ও লিগ্যাসির সদস্য কাহিল। কমিটির এক অনুষ্ঠানে ভবিষ্যদ্বাণী করে কাহিল বলেন, ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে নেইমাররা 'হেক্সা' জয়ের গৌরব উদযাপন করবেন। আর আর্জেন্টিনা বাদ পড়বে শেষ ষোলোতেই।
শেষ পর্যন্ত কে ধোপে টেকে, সেটাই দেখার পালা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।