মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কেমন হতে চলেছে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা দল

নিশি রহমান | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৪:২৫

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা দল

কাতার ২০২২–কে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ মনে করছেন অনেকেই। সেদিক থেকে সময়ের অন্যতম সেরা তারকার শেষের শুরু আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এদিন যে সৌদি আরবের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

তা সৌদি আরবের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ? এটা অবশ্য নির্ভর করে কোচ লিওনেল স্কালোনি কোন ফর্মেশনে দলকে খেলাবেন, সেটার ওপর। আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের যা খবর, সৌদি আরবের বিপক্ষে স্কালোনি দলকে খেলাবেন ৩–৪–৩ ফর্মেশনে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী মার্তিনেজের সামনে সেন্টারব্যাক হিসেবে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামের ক্রিস্তিয়ান রোমেরো। তাঁর বাঁ পাশে থাকবেন অলিম্পিক লিওঁর লেফটব্যাক নিকোলাস ওতামেন্দি আর রাইটব্যাক হিসেবে আতলেতিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা।

মাঝমাঠ থেকে খেলা তৈরির মূল কাজটা থাকবে ২৩ বছরের তরুণ মাকআলিস্তারের ওপর। তাঁকে এ কাজে সঙ্গ দেবেন রদ্রিগো দি পল। আর জুভেন্টাসের ২৮ বছর বয়সী লিয়ান্দ্রো পারেদেস থাকবেন রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায়।

প্রতিভায় ঠাসা আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে কাকে রাখবেন স্কালোনি? মেসির সঙ্গে আর্জেন্টিনার আক্রমণভাগে খেলার বেশি সম্ভাবনা আনহেল দি মারিয়া আর লাওতারো মার্তিনেজের।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top