কাতার বিশ্বকাপ ২০২২
মেসির পেনাল্টি গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০৫:৫৬

বিশ্বকাপের হট ফেভারিট হিসেবে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছিলো আর্জেন্টিনা। ম্যাচের ৮ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে আলবিসেলেস্তাদের এগিয়ে নিতে একটুও ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে আর্জেন্টিনা। তবে সৌদি আরবের রক্ষণাত্মক ফুটবলের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি আর্জেন্টাইনরা।
ম্যাচের ৮ মিনিটে আক্রমণে উঠেছিলো লিওনেল স্কালোনির শিষ্যরা। সৌদি আরব ডিফেন্ডার আল বুলাহি ডি-বক্সের ভেতর ফেলে দেন লিয়ান্দ্রো পারাদেসকে। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
পেনাল্টি নিতে এসে একটুও ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ঠান্ডা মাথায় গোলরক্ষককে উল্টোদিকে ফেলে বল জালে জড়ান মেসি। লুসাইলের আর্জেন্টিনা ভক্তদের উল্লাসে মাতান সাত বারের ব্যালন ডি'ওর জয়ী এই ফুটবলার।
বিশ্বকাপ মঞ্চে এটি মেসির ৭ম গোল। আর ৪ গোল হলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক হবেন সাত বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।